সময়ের প্রয়োজনে অনেকের প্রিয় তালিকায়ও
আমার নাম থাকে, তারপর সেই নাম আবার মুছে যায়;
কারন, কেউ আমাকে কখনো ভালোবাসেনি।

যখন একটা মানুষের জন্য তীব্র ভাবে অপেক্ষায়
থেকে থেকে দিন পার করি; আর বার বার খবর
নিতে চেষ্টা করি,কিন্তু ঠিক সেই ভাবে কোনো সারা
দেয়না; তখন আমি বুঝতে পারি আসলে
“কেউ আমাকে কখনো ভালোবাসেনি”

একটা সময়ে আমাকে অনেকেই আপন ভেবে কাছে নেয়,
অতঃপর আবার অনেকেই দূরত্ব করে চলে যায়;
ঠিক তখন হয়তো প্রয়োজন বা প্রিয়জনে আমি নাই;
কারন, ”কেউ আমাকে কখনো ভালোবাসেনি”

আমি কখনো কাউকে ভালোবেসে দূরত্ব করতে চাইনি;
কারন, আমি চাইতাম সবাইকে ভালোবেসে কাছে রাখি।
কিন্তু তারা চায় না ভালোবেসে তাদেরকে কাছে রাখি;
কারন, “কেউ আমাকে কখনো ভালোবাসেনি”

প্রিয়জনের প্রয়োজনে যখন আমি কাছে থাকার চেষ্টা করি,
আবার প্রয়োজনে যখন দেখি প্রিয়জনই পাশে নাই;
তখন আমি বুঝতে পারি আসলে “কেউ আমাকে
কখনো ভালোবাসেনি ”

তারপরও প্রিয়জনের প্রয়োজন হতে চাই;
নিজকে লুকিয়ে নিবো, আবার আসবো;
অতঃপর আবার ফিরে যাবো....
কারন,  “কেউ আমাকে কখনো ভালোবাসেনি ”
তাই হারিয়ে যাওয়াটাই শ্রেয়...।

____সোহেল আরিয়ান
২০.০৪.২০২২