যদি হঠাৎ করে দেখো কখনো
বৃষ্টি ঝরছে টুপটাপ করে,
তখন না হয় একটু গা ভিজিয়ে নিও
সেই বৃষ্টির জলে...
আর আমি না হয় সেই বৃষ্টির ফোঁটাগুলো
স্পর্শ করে নিবো খুব ভালোবেসে,
আর অনুভবে তোমাকেই খুঁজে নিবো...।
যদি হঠাৎ করে দক্ষিণা হাওয়া
এসে তোমায় ভাসিয়ে দিতে চায়,
তখন না হয় সেই বাতাসে
নিজেকে একটু মেলে ধরো...
আর আমি না হয় দু’হাত মেলে
তোমার অস্তিত্ব বুকে মেখে নেবো।
— সোহেল আরিয়ান
২২.১২.২০২১