আমি মেঘের ফাঁকে লুকিয়ে থাকা সূর্যের আলোতে নিজকে একটু রাঙিয়ে নিয়েছিলাম....
অতঃপর, সেই ভেসে যাওয়া মেঘগুলো বৃষ্টি হয়ে ভিজিয়ে দিলো সব।
আবারও শীতল পরিবেশ... কেউ কোথাও নেই।
আমি আবারও এসে দেখি তোমার দরজায় তালা পরে গেছে...তুমি নেই দরজার ওপাশে।
তাই ফিরে গেছি তোমার সেই প্রিয় কাঠগোলাপ ফুলটি রেখে...
ফুলটি দিবো আমি কাকে?... কেউ কোথাও নেই।
তোমাকে ভুলে যাওয়ার অভ্যাস করতে পারিনি;
তোমার কথাগুলো জীবন খাতার যেই পাতায় লেখা, সেই পাতাটা অনেকগুলো পাতার নিচে চাপা পরে আছে।
হয়তো, কোনো এক দমকা বাতাসে তা আবার সামনে আসবে...
তখন, আবার উল্টিয়ে নিবো সেই পাতাটি...
স্মৃতির পাতার মানুষগুলো এখন বড্ড অচেনা... কেউ কোথাও নেই।
___সোহেল আরিয়ান