তোমাদের এই শহরের শীত আসে-আর-যায়;
ঠিক এই শহরের মানুষগুলোর মত করেই..!
তোমাদের এই শহরে মধ্যরাতে বৃষ্টি ঝড়ে;
এ যেন এক নীরব কান্নার নীবর শব্দ...!
হাজারো কষ্ট চাপা পড়ে যায়; হাজারো মানুষের ভিড়ে!
এই শহরে আছে হাসি; এই শহরেই আছে কান্নার মিছিল!
আবার এই শহরেই আছে ভালোবাসার ছাঁয়া;
আছে কিছু মিথ্যে ভালোবাসার মায়া।
এ যেন এক জাদুর শহর প্রিয় শহর ঢাকারে...।