হে বালিকা! তোমার আজ হয়েছে জয়!
তুমি করেছো তোমার ছলনার জয়!
করোনি তুমি সত্যের কাছে মিথ্যের পরা জয়!
দিয়েছো আঘাত মনের মাঝে,
সয়ে গেছে মন,সব কষ্ট হৃদয় সাজে!
তোমার স্বার্থ হৃদয়,নিয়ে গেছে বহুদূর!
চলে যাচ্ছো বহুদূর,পিছু নেই কোনো টান!
"হে বালিকা,'তুমি আজ করেছো জয়!
মিথ্যে না বলেই সত্যকে করেছো মিথ্যে!
কত বালক ছুটে তোমার পথের পিছু!
সেই খবর কি তুমি জানো!
পথের পথিকও ফিরে চলে তোমার পিছু!
"হে বালিকা,'তুমি অনেক ভাবুক মেয়ে!
অন্যের ভাবনার জগত করেছো দীর্ঘ!
নিজের ভাবনাকে দিয়েছো ঠাই!
ক্ষণিক সময়ের ভিড়ে!সেটিও ছিলো ছলনা!
"হে বালিকা,'তুমি আজ অনেক বড়!
নিজের ছলনার কষ্ট তোমায় পুড়াবে!
সইতে হবে,! পুড়তে হবে! হারিয়ে খুঁজবে!
সব চলে যাবে তোমার বিপরীতে...
আর আমি যাবো সঙ্গীহীন পথ ধরে..
গন্তব্যহীন পথ দিয়ে দূর বহুদূর...
হে বালিকা,তুমি আজ করেছো আমায় পরা জয়!!