সন্ধ্যা পেরিয়ে রাত হলে যখন মেসেজ করতাম,
সেই আমি আর মেসেজ করছি না তোমায়।
ধরে নাও, কোনো এক সন্ধ্যায়
আমি আর মেসেজ করছি না।
এভাবেই কেটে গেলো কিছু দিন;
তখন ভুলেও গেলে আমায়।
কথার টানে কথায়, পুরোনো কারো
সাথে আড্ডায়,
হয়তো আমার নামটিও
আসবে সামনে; আর তখন,
হঠাৎ শুনতে পেলে,
আমার সাথে নেই কারো যোগাযোগ,
সব কিছু থেকেই বিচ্ছিন্ন হয়ে আছি।
জানো না কোনো সঠিক খবর,
সব কিছুই ঘোলাটে।
তারপর হয়তো একটু ভাববে,
হয়তো আমি পৃথিবী ছাড়া!
হ্যাঁ, হতে পারে আমি তখন পৃথিবী ছাড়া...
কারণ, তখন হয়তো আমি হারিয়ে গিয়েছি।।
— সোহেল আরিয়ান
১৩.০১.২০২২