ফুলের গন্ধে ভরে যায় বাতাস,
ফুলওয়ালার হাতে স্পর্শ পায় প্রাণ,
নীরবে সাজায় সে জীবনের রং,
রক্তের মতো লাল, সোনার মতো হলুদ।
কষ্টের মাঝেও হাসি খুঁজে ফেরে,
সৌন্দর্যের পথিক, মনের নির্ভর।
সড়কের ধারে দাঁড়িয়ে, সরল চোখে,
ফুলে ফুলে ভরে সে স্বপ্নের বাগান।
পথিকের মনে দিয়ে যায় আলো,
সাদামাটা দিনের খোঁজে রঙিন পালক,
ফুল তো শুধু নয়, ভালবাসার প্রতীক,
প্রাণের আঙ্গিনায়, সে যেন জীবন।
__ সোহেল আরিয়ান | ২৩.০৯.২০২৪ইং