রোদলা আকাশে মেঘ দেখে
        সূর্য গেলো লুকিয়ে.!
   হঠাৎ করে গগন জুরে
        নামলো আঁধার ধেয়ে।।

    ছোট্ট ছোট্ট বৃষ্টি কণা
        নামছে যখন ধারায়,
     সূর্যটাও বৃষ্টির সাথে
         মারতে ছিলো উঁকি।।

    মেঘ-রোদের খেলা দেখে
         এক ঝলসা হাসি দিয়ে,
     বৃষ্টি কন্যা আসলো নেমে
        শখের নুপুর পায়ে পরে।

    উদাস মনে করছে খেলা
       রোদ-বৃষ্টির এই মেলায়।
   হঠাৎ করো থেমে গেল
      রোদের এই খেলা।।

     অমনি করে আসলো ধেয়ে
         অঝোর স্রোতের বৃষ্টি নেমে।
    বৃষ্টি  কন্যার খেলা শেষে,
       শখের নুপুর দেখলোনা আর পায়ে।।

     বৃষ্টি স্রোতে নুপুর হারিয়ে,
         একলা মনে আসলো চলে।
     বৃষ্টি কন্যার কষ্ট দেখে
          রোদ উঠলো আবার হেসে।।

      রোদের হাসিতে হাসলো নুপুর
           দেখলো দাড়িয়ে একলা মনে।
       রোদ-বৃষ্টি উঠলো বলে,
            বৃষ্টি কন্যা, রাগ রেখোনা মনে।।

   ____সোহেল আরিয়ান
  ১৫.০৫.২০১৫