এখন আর নদীতে গ্রাস করে নেওয়ার ঢেউ নেই;
তাই পাল তোলা নৌকায় হারিয়ে যেতে ভয় নেই।
কোন তীরেই তো পাইনি তোমার খোঁজ,
তাই ভেসে যাচ্ছি বহুদূর, ভালো থাকবো বলে।
এখন আর জোনাকি নেই;
তাই নিভু নিভু আলো আর ছড়ায় না বনে।
কারো করো জীবনে কেউ জোনাকি হয়েও ছিলো,
এখন আর সেই নিভু স্বপ্নগুলোও নেই,
তাই আঁধার আর আলো সব কিছুই মলিন।
এখন আর আকাশে মেঘ নেই;
তাই বৃষ্টি ঝরে পরে না আমার গায়ে।
এখন যে শীতল হাওয়া বয়ে যাওয়ার সময়,
তাই রোদ্দুর নিয়ে বেশ ভালোই আছি ভরদুপুরে।
__সোহেল আরিয়ান
০৬.০১.২০২২