বাংলার রূপ আমি দেখিয়াছি—
গ্রামের পথে, মাঠে, ফসলভরা ক্ষেতে।
বাংলার রূপ আমি দেখিয়াছি—
ভোরের শিশির ফোটা রোদের ঝলকানিতে।

বাংলার রূপ আমি দেখিয়াছি—
কিষাণীর হাতে কৃষকের তুলে দেওয়া
গোলাভরা ধানের জলজ্যান্ত হাসিতে।
বাংলার রূপ আমি দেখিয়াছি—
শৈশবের কাদামাখা দিনে,
হারিয়ে যাওয়া অবেলায়।

বাংলার রূপ আমি দেখিয়াছি—
শৈশবের দুরন্ত হুড়োহুড়িতে,
মাঠে-ঘাটে মগ্ন খেলায়—
কখনো ক্রিকেট, কখনো গোল্লাছুট,
আবার কখনো আম কুড়ানোর ব্যস্ততায়।

কিন্তু...
বাংলার এই রূপ এখন শুধু স্মৃতির আয়নায়।
কোথাও নেই সেই গোল্লাছুটের উল্লাস,
কোথাও নেই শৈশবের বন্ধুত্বের মেলা।
গ্রাম-গঞ্জের মাঠগুলোর বুক জুড়ে
এখন শুধু সবুজ ঘাসের নীরবতা...
পদচিহ্নহীন পড়ে আছে সেই ফাঁকা প্রান্তর।
সবাই বন্দী আধুনিকতার মোহে,
মুঠোফোনের সেই কারিশমায়!

ইট-পাথরের এই শহরে এসে,
আমি নিজেও বন্দী হলাম আধুনিকতার ছোঁয়ায়...।

সোহেল আরিয়ান
১৪.০৪.২০২২