ভাদ্রের শেষে বৃষ্টি নামে,
আষাঢ়ের স্মৃতি ভেসে আসে।
পথ ভেজা, ধানের ক্ষেত,
মনে হয় যেন শ্রাবণের রাত।

ঝরঝর করে ঝরে জল,
মাঠে মাঠে সোঁদা গন্ধের ঢল।
মেঘের ঘন মিছিল আকাশে,
ভিজে মাটি, মনটা ভাসে।

আষাঢ়ের গল্প ফেরে ফিরে,
ভাদ্রেও যেন তেমন ঝরে।
অবিরাম ঝড়ের সুরে,
প্রকৃতি আজ স্বপ্নে ভরে।

ভাদ্রের শেষ, আকাশ কালো,
মনে পড়ে আষাঢ়ের আলো।
মাঝে মাঝে বিদ্যুৎ চমকে,
শরতে যেন বর্ষা ডাকে।

___আজ ৩১শে ভাদ্র।