আমার বসন্ত তুমি,
তুমি এখনো আসোনি;
তাই আমার কাছে এখনো বসন্ত ধরা দেয়নি।

তুমি আমার ভালোবাসা,
অথচ এখনো সেটাও আসেনি; তাই আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে এখনো মূল্যহীন।

১৪.০২.২০২৫ 💕🌸