একটা বিকেল... অথবা কোনো এক সন্ধ্যায়,
অথবা বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত—
আমি শুধু তোমাকে চাই,
কারণ, আমি ভালোবাসতে চাই!

বহু বছর হলো ভালোবাসার অস্তিত্ব হারিয়ে গেছে,
চৈত্রের প্রখর রোদে ফেটে যাওয়া মাঠের মতোই
আমার হৃদয়টাও শুকিয়ে গেছে,
বহুদিন ধরে ফাটল ধরে ধরে
একটা বিষাদভরা যন্ত্রণার মানচিত্র এঁকে বসে আছে।

আমি চাই—
সেই বিষাদের মানচিত্র বিলুপ্ত হয়ে যাক,
সব সীমারেখা মুছে দিয়ে তুমি এসে
আমার হৃদয়টাকে নতুন করে সাজিয়ে দাও,
রাঙিয়ে নাও তোমার ভালোবাসায়!

তাই...
একটা বিকেল অথবা কোনো এক সন্ধ্যায়,
আমি তোমাকে ভালোবাসতে চাই।

সোহেল আরিয়ান
২৬.০৩.২০২২