মানুষ গুলো একটা সময়ে থমকে যায়,
আবারও উড়তে শিখে।
মানুষগুলো ডানাঝাপটে পাখির মত পড়ে যায়,
আবারও নিজের সেই লক্ষ্যে পৌঁছাতে এগিয়ে যায়।

মানুষগুলো কষ্টে হারিয়ে যায়,
আবারও সব ভুলে কষ্ট থেকে মুক্তি পেতে চায়।
মানুষগুলো বড় অসহায়;
যখন প্রিয় মানুষগুলোর দ্বারা কষ্ট পায়।

আবারও ফিরে এসো এই গন্ডিতে যখনই
মন খারাপে থাকবে; মুক্ত করে উড়িয়ে দিবে
সব কষ্টগুলোকে...

দিন শেষে নিজের কাছেই শুধু নিজে সত্য;
বাকী সবখানে শুধুই ধোয়াশায় ঘেরা।


___সোহেল আরিয়ান
২৯.০১.২০২২

[প্রিয় একটা বান্ধবীকে উদ্দেশ্য করে লেখা, তাই স্মৃতি হিসেবে রেখে দিলাম। বান্ধবী এটি তোর জন্য]