মানুষগুলো একটা সময়ে থমকে যায়,
আবারও উড়তে শেখে।
পাখির মতো ডানা ঝাপটে পড়ে যায়,
তবু নিজ লক্ষ্যে পৌঁছানোর আশা ছাড়ে না।

মানুষগুলো কষ্টে হারিয়ে যায়,
আবারও সব ভুলে মুক্তি খোঁজে।
তারা বড় অসহায়,
যখন প্রিয়জনদের হাতেই আঘাত পায়।

তবু ফিরে আসতে হয় এই জীবনযুদ্ধে,
যখন মন খারাপের আকাশে ঘনিয়ে আসে অন্ধকার।
সব কষ্টকে মুক্ত করে দিতে হয়,
যেন বাতাসে মিশে যায় অব্যক্ত বেদনার ভার।

দিনের শেষে, নিজের কাছে শুধু নিজেই সত্য,
বাকিটা কেবল ধোঁয়াশায় ঘেরা—
অস্পষ্ট, অধরা, অথচ গভীর।।

সোহেল আরিয়ান
২৯.০১.২০২২