এসব দিনরাত্রি আর ভালো লাগেনা,
রাজনৈতিক মিথ্যাচারের মতো ভালো থাকা।
ক্ষুধার পেটে নিকোটিনের ধোঁয়া,
চিত্রকরের তুলিতে আঁকা অপরাধী হাসি;
হাত ছেঁড়ে দেবার মতো অপরাজনৈতিক ইশতেহার।
আইনের ছাত্রকে শেখানো বিধান
একজন নিরপরাধ যেন না করে কারাবাস।

এসব দিনরাত্রি আর ভালো লাগেনা,
এই সূর্য এই চাঁদ আমার নয়
এই মাটি এই ঘাস সবুজ বনাঞ্চল হাজারো পাখির কলতান এসবের কিচ্ছু আমার নয়।
ঘৃণার পুষ্পোদ্যান গড়ে উঠেছে আমার নামে
কনফিডেন্সের গর্ভ হতে ছড়াচ্ছে ফুলেল সুবাস,
আমার অবয়বে জড়িয়ে দেয়া হচ্ছে ঘৃণার কারাগারে কনডেম সেল।

এসব দিনরাত্রি আর ভালো লাগেনা
মিথ্যা হাসির ফোয়ারা কতদিন
কতদিন নক্ষত্রের পথ ধরে একা হেঁটে চলা
কতদূর পর পরিপূর্ণ ভাতের থালা
ভালোবাসার হাতে এক চামচ গরম সাদা ভাত।
ঘৃণা নয়.. ঘৃণা নয়, ঘৃণার বদল একমুঠো ভালোবাসা,
মাটির গন্ধে ঘাসের ডগায় নেমে আসা শিশির; প্রথম আলিঙ্গন।

এসব ঘৃণাভরে প্রত্যাখ্যানের দিন আর ভালো লাগেনা, ইশ্বর।
শেষটুকু দাও অথবা মানুষের পৃথিবী হতে তুলে নাও নক্ষত্রের সারথি করে,
যেখানে ভুলফুলে ফোটেনা প্রেম
অহেতুক ঘৃণার ছলে কেউ ভোলেনা প্রথম আলিঙ্গন।
মুক্তি দাও ইশ্বর অন্তিম নীরবতায়
মুক্তি দাও মানুষের পৃথিবী হতে নক্ষত্রের সারথি করে;
কিশোরী প্রেমিকার ভুলে যাওয়া প্রথম আলিঙ্গনে।

৬-১-২৪