এই যে হাররোজ নিজের মৃত্যু কামনা
অস্ফুট হেঁসে গোপন করা যাতনা।
পরিচিত ব্যবসায়িক গলায় মৃত্যুর সংবাদ,
একটি শোক সংবাদ..  একটি শোক সংবাদ..
অথচ মালাকুল মউত এখনো আমায় চেনে না, চেনে না আমার ঘর, আমার বাড়ি।
আমি যে অপেক্ষায় থাকি শূন্য আমলের ঝোলা নিয়ে, দুনিয়ার বুকে যাতনার হোমানলে চূর্ণ হৃদয়ে।
বাতাসের  সাথে মিশে শুনতে চাই
একটি শোক সংবাদ..  একটি শোক সংবাদ..
সোহেল তানভীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
রুহের দেশে ফিরতে ফিরতেই দেখতে চাই কারা এলো জানাজায়, কার আঁচল ভিঁজলো কতখানি।
অথচ মালাকুল মউত এখনো আমায় চেনে না, চেনে না আমার ঘর, আমার বাড়ি।
রোজ রোজ নিয়ম করে মৃত্যু,
সৎকার বিহীন শবদেহ ফেরি করা,
আপন মানুষ আপন না-হওয়া।
হাররোজ নিজেকে খুন করে ফেলা,
ব্যবচ্ছেদ বেডে শুয়ে খুনের কারণ খোঁজা;
অতঃপর আবারও খুন হবার জন্য খুন হয়েছি আমি, এই লিখে খুন হওয়া।
তবুও মৃত্যু আমায় চেনে নাহ,
মালাকুল মউত চেনে না আমার ঘরে আসার পথ।

রাত ২ টা ৩৫ মিনিট
১৭-১২-২৩