কী ভাবতে কী ভেবে ফেলি
সুখ বুনতে গিয়ে দুঃখ এঁকে চলি।
প্রেমের সবুজ বনাঞ্চল গড়বার প্রয়াসে
যে আদিম শিল্পীর জন্ম দিয়েছি আপন ভূমিতে,
তার তো হলোনা কিছুই।
পড়ে থাকলো রক্তজবা আর কয়েকটি জুঁই,
অথচ আমি বদ্ধপরিকর প্রেম ফোটাবো বদ্যভূমিতে।
এবারে না হোক হবে তো কোন একবার
কবি "কালীপ্রসন্ন ঘোষে" র ছড়াটি পড়েছি যতবার,
" পারিবোনা এ-কথাটি বলিও না আর ....
একবার না পারিলে দেখ শতবার"
তাই রং, তুলি, সুর, ছন্দ-দ্বন্দ্ব  ছাড়বোনা কিছু, অথবা একটা কালো টিপ।
কৃষকের ঊষর ভূমিতে ফলাবো বিদেশিনী টিউলিপ।
আধুনিকা প্রেমিকারে দিব এক গুচ্ছ নামহীন জংলীফুল, সুপ্রাচীনারে বলে দিব ইউ আর মাই মেরিগোল্ড।
মাধুকরী বিকেলের রোদে এঁকে দিব কিছু স্বপ্নীল গল্পের বিমুগ্ধ ছবি, উড়ে যাওয়া গাঙচিলের মতো।
আমি রেখে যাবো পৃথিবীকে প্রেমের সবুজ বনাঞ্চল ঘিরে, যেমন প্রিয়তা চিরায়ুষ্মতী।
আমি এঁকে যাবো অবনীর অপাঙ্গ চুমিয়ে,
দুঃখ পোষার উৎসব হলে আমি আসবো ফিরে।

বিকেল ৩ টা ৩০ মিনিট
৮-১২-২৩