বিষাদ মন আর জটিল মস্তিষ্ক না পাওয়ার গল্প
থরে থরে সাজিয়ে রেখেছে সময়ের অপেক্ষাতে
সুযোগ পেলেই ক্ষত-বিক্ষত করে
অস্তিস্ত্ব ধরাশোয়ী প্রিয় হারা কোন কালো সকাল।
নির্লিপ্ত মনে প্রশ্ন জাগে এই কি জীবন?
চারপাশে সব কিছুই বিষাদময়
রাস্তায় পড়ে থাকা জড় পদার্থ আর ধুলিকনা
রক্তাক্ত চোখে দেয় ভত্সনা।
কি কষ্ট প্রিয়জন হারানোর মাঝে
প্রকৃতিতে বাজে বায়েজীর নুপুড়ের আওয়াজ
ভিতরের সব চাপা কষ্ট উগলে দিতে ইচ্ছা করে
মন্দিরের ভিতরের আকুতি ফিরিয়ে দেয় সেই ইচ্ছে।
নিজেকে খুব ক্ষুদ্র-অপদার্থ মনে হয়
ভাবে মন জন্মই ভ্রান্তিকালের ঊষা-লগ্নে
ভেঙ্গে চুরমার করে দিতে ইচ্ছে হয় সবকিছু
অপদার্থের বোবা শরীরের অলস অভিব্যক্তিতে তা মূর্ছ্মান।
ক্লান্ত দিন শেষে পাখিদের নীড়ে ফেরার দৃশ্য
কার মনে কোন ছবি একে যায়?
প্রিয়জন কে হারানোর সে স্মৃতি
কভু যেন না ভুলায় না ভুলায়।।