মনের কলুষিত কিছু স্বপ্ন আর আশা
কখনো জীবনটাকে এলো-মেলো করে,
ক্ষনিকের আত্মতৃপ্তি ডেকে আনে
জীবনের কোন বিষাক্ত কালো-রাত।
কিছু স্বপ্ন অধরায় রয়ে যায়
অধরা এই স্বপ্ন কখনো হয়ে ওঠে দুঃস্বপ্ন
তবুও সে স্বপ্ন পূরনে ক্লান্ত হয়না জীবন
থেমে থাকে না,স্বপ্ন ছোয়ার লোভে।
স্রষ্টার সৃষ্টির সব-ই চলমান
থেমে নেই পীপড়া টিকটিকি মাকড়শা-ও
কিসের নেশায় হয়তো জানেনা সে নিজেও
জীবন তাকে করেছে করুণা বারংবার।
যাযাবর-ও স্বপ্ন দেখে আকাশ জয়ের
তাই বলে কি আকাশ দিবে তাকে ধিক্কার?
স্বপ্নের আকাশ স্বপ্নেই সুরভিত
বাস্তবে সুন্দরী রমনীর নগ্ন-রুপ।
ইচড়ে-পাকার অজ্ঞতায় ধৃষ্ট জ্ঞাণী
তাই বলে কি ইচড়ে-পাকাই জয়ী
উত্তম হওয়ার চেষ্টাই অধমের আগমন
যুদ্ধ-ও তাদের অসম্পূর্ণা শেষ-সীমা।।