০১.
তীর ছুটে আসে ভেতরের দিক থেকে,
ওপাশে বেরিয়ে যায় রক্ত মেখে মেখে।

০২.
আমাকে ভিজিওনা আষাঢ়ে বৃষ্টি,
আমার ঝাপসা হয়ে যায় দৃষ্টি।

০৩.
অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে যাবে মন;
এখানে বাতাস বড্ড ভারি,
ফেরারী চাইছে দূরের আলিঙ্গন।

০৪.
কেমন আছি? কোথায় আছি?
যেখানে আছি, আকাশ কাছাকাছি.
ভালোই তো বেশ, মধ্যমে একবচনহীন;
চিনচিনে রেশ, সম্মুখ ঠিকানাহীন।

০৫.
দখিনা বাতাসের আলতো চাপে
ঘরে ঢুকে পড়েছিল সোনাঝরা রোদ্দুর।

০৬.
বাহিরে যাওয়ার তাড়া নেই
ভেতরে ফেরারও কারণ নেই।

০৭.
পথের আড়ালে পথ চলে যায়,
মন চলে তার পিছে;
বাঁক ঘুরে এসে দিক ভুলে যায়,
মনবাড়ি চেনা হলো মিছে।

০৮.
দিন যত এগিয়ে আসে আমি তত কুকড়ে যাই,
দুমড়ে মুচড়ে নিজেকে হারাই;
সজীব শরীরের শুরু হয় ক্ষয়,
হায়! আমার দশ বাই দশে ব্যক্তিগত সময়।