অন্ধকার হয় হোক, আমি কিন্তু আলোতেই থাকবো,
রাত হয়ে এলে, সোডিয়াম আলোতে চোখ রাখবো।
ঘর তো টানে না, ঐ ল্যাম্পপোস্টই ভালো;
বড় বেশি টানে, মায়া মায়া মায়াবী অালো।
কালোতে এলে দিশে হারাই, চকিতে চমকাই,
বুমেরাং হয়ে পথ ভুলে যাই।
চারপাশজুড়ে মৃদু সাইরেন,
কেউ বলে উঠে, আজ অাসবেন?
তার মাঝে ধোয়া, চোখে জ্বালা ধরায়;
কেউ যেন আস্তিনে হাত রাখে মাদকতায়।
এড়াতে চাই, এক ঝটকায়, শিরশির ভাব শিরদাঁড়ায়।
পায়ের সাথে মন পিছলায়, সবকিছু যেন কোথায় হারায়।
তারপর, বাতাসে ভেসে আসে কোলাহল;
আমি কি বলব? ছায়া করে ছল!
তাই আলো লাগে ভালো, হোক সে ফিকে,
বিদায়ী রোদ্দুর রেশ, রাখবো বুকে।