আমার ঘুম নাই
মনেতে ধুম নাই
সুখের মৌসুম নাই,
নির্ঘুম আমি ছাড়া নাই, কেউ নাই।

কথারা ঝরে পড়ে
ছায়ারা সরে পড়ে
গ্রহণ ভোরে পড়ে,
সবই হারিয়ে যায় দূর পাহাড়ে।

মনের অলিগলি
কিছু তো কানাগলি,
কেমনে পার হবো গলি;
মু্ক্তি পেতে আমি, ঘুরছি গলিগলি।