আমি রেলপার্শ্ববর্তী পথিক, পাশে চলে যায় মালগাড়ি;
কখনো বসে থাকি জলের ধারে, দেখি ভেসে যায় অনাদরের হাড়ি।
পথ জানা নেই, কোথায় যে আমার বাড়ি?
আছে স্বজন, হয়েছে তাদের সাথে আড়ি।
আমার একলা পথ, দিতে চাই অসীম সময় পাড়ি,
আমার সঙ্গী ছায়া, যাচ্ছি ফেলে সব আড়াআড়ি।