১.
একদিন দেখা হবে, সূর্য না দেখা সকালে,
আনন্দ মিছিলে, কথা হবে আঙুলে আঙুলে।
২.
এই সকাল, সবে তো প্রথম প্রহর,
রাত জাগা আমি, ঘুমে অচেতন শহর।
০৩.
এই ভোর কেনা হলো জীবনের দামে
বেচা হলো রাত ঘুম অষ্টম নামে।
০৪.
ক্ষয়ে যাওয়া সুবাসহীন এই সময় আমার নয়,
একদিন ভোরে, ফুলের ঘ্রাণেই যেন মৃত্যু হয়।
০৫.
চলে আসা এই পথে আলো এসে থেমে যায়,
শোনা যায় এক ভোরে কে যেন এসেছিল কার মায়ায়।
০৬.
খুলে যায় দুলে যায় যে যায় ভুলে যায়,
এই ভোরে মন ঘোরে দূরে দূরে কে যায়।
০৭.
আধো ঘোরে থেকে থেকে সকাল হলো,
মনকে শান্ত করি এমন কবিতা বলো।
০৮.
ঘোর লাগা ভোরে,
কে, কি যেন খুঁজে ফেরে শহরের মোড়ে।
০৯.
এমন সকাল হবে বারবার মনে হবে,
ছায়াটাই ভালো ছিল, কায়া কেন চম্কাবে!
১০.
আরো কিছুক্ষণ মনকে রুখো,
আলো আসছে পূর্বমুখো।
১১.
এমন একটা রাতের পরে এমন একটা ভোর,
এমনই সময় বৃষ্টি ঝরে উধাও রোদ্দুর।
১২.
আর কিছুক্ষণ, তারপর আলোই আলো,
তিনি আসার আগে আধো আলো পাঠাবেন.
তারপর দশ দিক আলো করে তিনি আসবেন.
আর কেউ না আসুক, তিনি আসবেনই।
১৩.
একহাতে ঘোর,
অন্য হাতে জীবন নিয়ে শুরু আমার ভোর.
হাতে সময় কম, কেন জানো?
সম্ভব নয় এমন সময় সামলানো।