মানুষ, এক বিচিত্র রঙিন ফাঁনুষ ,
কখন কি করে; কোথায় হারায় থাকে না হুঁশ ।
মানুষ ক্ষণে ক্ষণে নিজেকে বদলায়,
এই জগতে মানুষ চেনা বড় দায় ।

মানুষ বিড়ম্বনার আরেক নাম,
যেখানে সেখানে কি যা তা বলে বেড়ায় !
ঘটে এক মানুষ বলে আরেক ; শুরু হয় বদনাম,
এ নিয়ে তুমুল ঝর ওঠে প্রতারণা পাড়ায় ।

কিছু মানুষের ব্যবহারে অন্য মানুষ মুগ্ধ ,
সবাই তা পারে না পারে শুধু কেউ কেউ।  
আবার কিছু মানুষের ব্যবহারে অন্য মানুষ ক্ষুদ্ধ ,
তাদের কোনো কাজ নেই;
অহেতুক করে যায় ঘেউ ঘেউ ।

আপনি এক ধাপ উপরে উঠুন ...
কেউ আপনাকে ভালভাবে দেখবে না।
বরং পেছনে টানার জন্য ব্যতি ব্যস্ত হয়ে উঠবে...
তাহলে ভাবুন মানুষ কত নীচ ।।

মানুষের জীবনের পরতে পরতে পদ্য লেখা
যার সবটুকু সবাই পাই না দেখা,
মানুষের জীবনে অনেক গদ্যের বিচরণ।
মানুষ বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রের
মধ্যে নিজেকে উপস্থাপন করে,
মানুষ ক্ষণে ক্ষণে নিজেকে বদলায়।

মানু্ষের জীবন থেকেই ওঠে আসে
হাজারো উপন্যাস
মানুষের দিকে চোখ রাখলে বোঝা যাবে,
পড়া যাবে কত গল্প মানুষের মাঝে।
একজন কবি ও লেখকই পারে
মানুষের দিকে তাকিয়ে সহস্র
কবিতা ও গদ্য লিখতে।

ঝিকরাপাড়া
কাকনহাট
রাজশাহী