আমি বিষ ঘুমে,আমি বিষ ঘুমে
থাকি যে কালের সাঝে,
ডাকাতিয়া বায়ু তবু ফিরে আসে
অবুঝ মনের মাঝে ।
দীর্ঘ প্রাণের গৃহ প্রাঙ্গনে
ব্যর্থ ব্যথিত ছায়া,
স্মৃতির ফুটোয় মাংস খসে যে
কংকাল হলো কায়া ।
আমি মরে যাবো! আমি পুড়ে যাবো!
জীবন মেলার চরে,
এসোনা গো আর! ছায়া-কায়া হয়ে
আমার গোপন ঘরে ।