ওহে আমার প্রাণের বন্ধু জাকারিয়া
একদিন অনেক বড় হব বন্ধু আমি তোমাকে নিয়া।

স্বপ্ন দেখি ,স্বপ্ন বুনি, স্বপ্নে সময় করি পার
বন্ধু তুমি আমার কাছে মোর সফলতার দ্বার।

জীবনের প্রয়োজনে সফলতা একদিন অবশ্যই খুঁজে পাবো
সেটা মোর একার নয় ,সেখানে আমি তোমাকে ও নিয়ে যাবো।

বন্ধু তোমার সাথে যেদিন মোর প্রথম হলো দেখা
লাজ ফার্মার নিচে তুমি দাঁড়িয়ে ছিলে একা।

আব্বাস স্যারের ক্লাসটি করে ফিরছি আমি শেষে
সে দিন তুমি কথা বললে কি দারুন হেসে হেসে।

সে হাসি আজও শেষ হয়নি কো তোমার মুখে আছে
বন্ধু তোমায় পেতে চাই সব সময়ই আমার পাশে পাশে।

"আমি ট্যুরিজম এর ছাত্র ছিলাম" বললাম তোমায় সব
সে দিন থেকে মোর বন্ধু হলে, আমার কলরব।

কলম ফুরাবে তবু ফুরাবে না তোমায় নিয়ে লিখা
তুমিই যে আমার অনুপ্রেরণা,জ্ঞান, আমার সব শেখা।

জ্ঞানীদের দেশের মানুষ তুমি, শিক্ষা সেথায় শত ভাগ
নামটি সেথার সবার জানা, এই বাংলার জয়পুরহাট।
[১০০% শিক্ষিতদের শহর জয়পুরহাট]

কত উদ্যোগ নিয়েছি আমরা ভেবেছি কত কিছু
অর্জন সে সব করবই করব হটব না একটুও পিছু।

মাঝে মাঝে ডাকি তোমায়  "ফাকারিয়া" বলে    
বন্ধু তুমি রাগ করো না, এসব তো দুষ্টামিরই ছলে।

"জ্যাক" বলেও ডাকলে তোমায় অনেক শান্তি পাই
তুমিই আমার সেরা বন্ধু, কেউ আর তোমার মতো নাই।

লেখা এখনও শেষ হয়নি আরও আছে বাকি
তোমাকে নিয়ে বুকের মধ্যে কত কিছু যে আঁকি।

ওরে আমার প্রাণের প্রিয় বন্ধু জাকারিয়া
নিমন্ত্রণ না দিলেও যাবো খেতে তোমার বিয়া।

সে দিন অনেক দুষ্টামি করবো মোর নতুন ভাবীর সাথে
সুযোগ দিও বন্ধু সে দিন ঈর্ষা করো না তাতে।

কিভাবে তোমায় কৃতজ্ঞতা জপিব নেই ভাষা জ্ঞান পরিচয়
বিপদে -আপদে পেয়েছি তোমায় সর্বক্ষণই  সব সময়।

বিশ্বাস করো ভনীতা নয়, ভালোবাসি শুধু তোমায় মন -প্রাণ আর অন্তর দিয়া
তুমিই আমার প্রাণের বন্ধু প্রাণের প্রিয় জাকারিয়া।  



****কবিতাটি জাকারিয়া হোসাইন কে উৎসর্গ করা হলো ****