##২০২৬

এক জীবনে আসলো কেন একাধিক নারী!!

এক নারীতেই ভালো ছিলাম সুখে ছিলাম আমি
সে তো আমার প্রথম প্রেম হীরার চেয়ে দামি।

কি জানি কি ত্রূটি পেয়ে সে যে  গেলো চলে
জানি না কি ভুল ছিল মোর নাহি  গেলো বলে।

তাহার কথা মনে হলে আজও বুকটা লাগে ভারী
সে তো আমার প্রথম প্রেম এক মহিয়সী নারী।

তাহার বয়স আমার চেয়ে ছিল একটু বেশি
এ নিয়ে কত মশকরা আরও কত হাসা হাসি।

আজ ও যখন কোনো নারী মোর প্রশংসা করে
সব প্রশংসা হার মেনে যাই তার প্রশংসার তরে।

না জানি কি কোনসে পুরুষ হয়েছে তার স্বামী
কার ঘরেতে গিয়েছে সে, হয়েছে কত দামি।

আমারও তো ঘর ছিল রে ছিল কত আশা
এ ঘর বুঝি তাহার নয়, এখন এক অন্য নারীর বাসা।