ক্ষুধা,
তোমাকে প্রকাশ করতে কিনা দ্বিধা
যখন তুমি দাও দেখা
মন হয়ে যায় আঁকা বাঁকা।
ভালো লাগে না কোনো কিছু
যখন ধরো তুমি আমার পিছু ।
ডান হাত এর কার্য সম্পাদন করিয়া
যখন উদর পূর্তি করি...
হেসে তুমি বলো তখন
এখন আমি চলি ।
(অসমাপ্ত)