জীবন বড়ই বিচিত্র
যেন এক বর্ণ ময় চিত্র।
কোথাও লাল নীল সবুজ এর খেলা ,
কোথাও বা বর্ণহীন পাতা ঝরার মেলা।
করুণার হাত তা বাড়িয়ে দেয় আমাকে
বুকভরা যন্ত্রনা দিয়ে ছেড়ে যায় ক্ষণিকে।

এ যন্ত্রনা সইবো কেমনে
আসবে কি সুখময় ঘটনা মোর মননে।
এই আসে এই আসে তবু সে আসেনা
এ যেন পূর্ণিমা রাত মেঘে ভরা জ্যোৎস্না।

কোন এক ছোটবেলায় এসে ছিলো মোর জীবনে ,
সেই স্মৃতি ই মনে ধরে পাখা মেলি স্বপনে।
তবু নানা দুঃখ মোর জীবনে ঘোচে না
তবু মুখ বুজে থাকি ,
চোখের জল মুছে রাখি ,
দুঃখ যেন আমার কাছে অচেনা অজানা। ।