বিকালের শেষ আর সকালের শুরু সবই হয়েছে এক ,
ঘুমিয়ে ঘুমিয়ে পরে আছি মরার মতো দেখ।
নামতে গিয়ে হোঁচট খেলাম সিঁড়ির দোরগোড়ায় ,
আজ সকালে নির্ঘাত শনি ! নয়তো রাহুর হায়।
ক্রিং ক্রিং বাজে ফোনের ঘণ্টা তুলে আমি অবাক !
আগে বরং ঘুরে আসি বাকি কাজ গুলো থাক।
জীবনটা বোধ হয় গোল্লায় গেল , কাজ হবেনা কোনো
চেষ্টার পর চেষ্টা করে লাভ হয়নি জানো ?
আছে নাকি বহুল প্রতিভা , সবই হল সার
আবোল তাবোল বকতে থাকি গাছে মাথার তার।
সামনে ভালোবাসার দুয়ার , আছে অসীম প্রান্ত
পা পিছলে পড়লাম পরে বুঝলাম সবই ভ্রান্ত।
কথা নেই বার্তা নেই মনটা গেছে ক্ষেপে
ক্রিং ক্রিং বাজলে ভাবি দিলো বোধ হয় ডেকে।
ভয় পেওনা হয়নি পাগল সবই আমার জ্বালা ,
আর বেশি সময় রাখবে নাকো -- বলবে এবার পালা।
ঋণে ঋণে আমার আবার কুঁজের মতন বোঝা ,
সময় যত গড়িয়ে যাবে হবে এটাই সাজা।
মিথ্যা কথা বলি নাকো সবই মনের সৃষ্টি ,
নিদ্রাহীন রাত কাটিয়ে , গেল বোধ হয় দৃষ্টি।
সামনে পিছনে কেউ নেই , আছে সুতোর টান
রঙে ভরা তুলির আঁচড় এটাই আমার জান।
বিপদ সীমার উর্ধে আমি দিয়েছি যে দৌড় ,
সঙ্গ বদ্ধ প্রতিজ্ঞা তে বাজবে প্রাণের সুর।
শেষ থেকেই শুরু করে বাজবে বিনার গান ,
সপ্ত রাগের বন্ধনী তে আসবে ফিরে প্রাণ।
পূর্বাশা র চেষ্টা হয়নি এখনো লিন ,
ফিরিয়ে দেব বাঁচিয়ে রেখে ভালোবাসার ঋণ। ।