গাছের পাতার অন্তরালে নব মুকুলিত
একটা গোলাপ , আমাকে কিছু একটা বলতে চাই।
কত রূপ কত মহিমায় যে আমার কাছে
আবির্ভূত হয়।
একটা বৃষ্টি ভরা দিনের শেষে , পাপড়ি
থেকে ছিন্ন বাড়ি কণা যেন হীরক চূর্ণ
কিংবা কোনো এক অজানা গুপ্তধন।
এক প্রখর গ্রীষ্মের দুপুর , চারিদিকে
যেন মরুভূমির ত্রাস , তারই মাঝে একটা
গোলাপ দেয় প্রাণের সন্ধান। কখনো বা
ভগ্ন হৃদয়ে আমার প্রেমের সুচনাকারকের
সামনে এসে দাঁড়ায় , তখন
তাকেই মনে হয় বিদীর্ণ হৃদয়ে রক্তের দাগ।
আনন্দ উচ্ছ্বাসে একটা গোলাপ দ্বিগুণিত
করে যৌবনচ্ছাস। তাও শেষ সময়ে
বিচ্ছেদ ঘটে প্রতিটি রক্তিম পুষ্প
পাপড়ি। পালক বেছে নেয় অন্য কাউকে ,
কিন্তু পুরাতন হয় ব্রাত্য , পরে থাকে
জঞ্জালে র কোনে । ।