তারা ঝিলমিল তারা ঝিলমিল
দেখো আকাশে তারার মিছিল,
কুসুম কলির মতো  ফুঠে রয়েছে  ॥

ঐ দুর আকাশে জ্বলে মিঠি মিঠি
মাঝে মাঝে লুকোচুরি মেঘের কোনায়,
আজ তারা গুলো সব মিছিলে মেতেছে ॥

কোটি কোটি তারা বিছানো আকাশে
তারি মাঝে দেখো চন্দ্র হাসে,
আজ যেন তারা গুলো মিছিল ধরেছে  ॥

বারেবার দেখি যতো আছে তারা  
মনে মনে যে কতো ইশারা,
আলোর স্লোগানে মেতে উঠেছে  ॥

মাঝে মাঝে ইশারাই তারা গুলো গুনি
হঠাৎ  গুনতে বাধা দেয় কে যানি,
মিছিলের সেই তারা গুনা শুন্য হয়েছে ॥

তারাগুলো যেন আজ গেলো রেগে
আর কথা বলেনি লুকিয়ে গেলো মেঘে,
মিছিলটা যেনো রাগে হারিয়ে গিয়েছে ॥