(এক)
অজানা ব্যথা
শুধু অজথা
কতো জালাই।।
(হঠাৎ)
কী যেনো এসে
আমার এই মনে
ভুগে অদৃশ্য ব্যথায়।।
(শুধু)
হাজারো ভাবনায়
ডুবে আছি যেনো
এক অদৃশ্য ব্যথায়।।
(কেনো)
না যানি আমি
শুধু বসে রই
শতো অদৃশ্য ব্যথায়।।
(এতো)
জালাময় হৃদয়
বিরহে বসা
এক অদৃশ্য ব্যথায়।।
(উফ)
আমার এই জীবন
আঁকা বাঁকা পথে
যায় অদৃশ্য ব্যথায়।।
(আমি)
আজ এতো হায়
মরি কতো বেদনায়
হঠাৎ অদৃশ্য ব্যথায়।
(তবু)
আছি নিরালায়
নিজেকে না চেনায়
আছি অদৃশ্য ব্যথাই।।
(আমায়)
শুধু যে কাঁদায়
শতো ভাবনায়
এক অদৃশ্য ব্যথায়।।
(আজ)
এ মনেতে যেনো
শতো বিরহে ঢাকা
এক অদৃশ্য ব্যথায়।।