দু হাত পকেটে
আমি নিশ্চুপ হয়ে হাটি,
বাতাসে ভাবনাগুলো
হয়েছে পরিপাঠি ॥
সোজা পথ একা একা
চলেছি শুন্য মনে,
মাঝে মাঝে তাকায়
ঐ আকাশ পানে ॥
মাঝে মাঝে ইচ্ছে করে
হারিয়ে যেতে ঐ দুর,
মনো গহীণে বেজে উঠে
এক অজানা সুর ॥
টিপ টিপ বৃষ্টির ফোটা
পড়ে আমার এই গালে,
পুরোনো স্মৃতি জাগে
কতো পাখা মেলে ॥
কিছু কিছু পুরোনো স্মৃতি
এখনো কাঁদায় আমায়,
নিশ্চুপ হয়ে রই আমি
যেনো অসহায় ॥
আকাশটা যেনো আজ
কতো মেঘেতে ঢাকা,
মনটাযে আমার
আজ বিরোহে আঁকা।।
কতো সপ্ন ছিলো যে
আমার এই মনে ,
কোনোটি যে হয়নি
আছি নিশ্ব বিহণে ।।
সামনে পেছনে
ডাঁয়ে বাঁয়ে ,
কোনো দিক তাকাইনি
আছি নিশ্চুপ হয়ে ॥