আসিছে ঘনায় সময়ের ঐ প্রান্ত
হে মু'মিন ভাঙো আয়েশের ঘুম,
দিন মনি নির্দয়ে যত যন্ত্রণা
প্রস্তুত, পেলে ঐ ঈসরাফিলে হুকুম।।
নিরুদ্যম তুমি জমিনে ছুটে চলেছো
ভুলে গিয়েছো সেই অঙ্গীকার ইলাহির,
মূঢ় তুমি এখনো ভাবনি কিঞ্চিৎ
বিধাতার শাস্তি যে কতো গভীর।।
এখনো মহীর প্রেমে যতো মশগুল
হৃদয়ে বিন্দুমাত্র নেই পরকীয় ভয়,
গতর করিবে ঐ পিশিয়া মলিন
হাড় যতো এপার ওপার হয়।।
হে বান্দা এখনো রয়েছো তমিস্রে
মূর্ছিত যতো ঐ রয়েছে তটে,
হাঁকে প্রতিনিয়ত,সাড়াদাও তুমি এই
এসো কুরআন হাদিসের আলোক ঘাটে।