কবি কবি মন
কতো যে বিষণ
ভাবে অকারন ,
শুধু সারাক্ষন ।
গেয়ে থাকে কতো
গায়োকের মতো ,
পাখির সুরের মতো
মনে আসে যতো ।
কতো লিখা লিখে
যতো আঁকা আঁকে,
শব্দের বাকে বাকে
শতো ডাকা ডাকে ।
কত কাঁদা কাঁদে
যত হাঁসা হাঁসে ,
মাঝে মাঝে ভাসে
মনে যত আসে।।
কত দিকে ভাগে
যত ভোগা ভোগে,
কত বার জাগে
শত লাগা লাগে।।
বারে বার চায়
কত কিছু খাই,
যত দিকে যায়
পেতে খন ঠাই।।