জানা চেনা কতো শব্দ দিয়ে
গেঁথেছি আমি মালা,
মিঠিয়ে দেয়ার চেষ্টা করছি
আছে জীবনের যতো জালা।।
কিছুটা ভুল আর কিছুটা ফুল
আরো কতো কিছু নিয়ে,
জীবনের ঐ চলার পথটি
বুনেছি মালা দিয়ে।।
মায়া মমতা স্নেহ ঘেরা
সেই যে ছোট্ট বেলা,
হাসিখুশি আর কান্না দিয়ে
তৈরি যেনো একটি মালা।।
কতো রঙিন সপ্ন দিয়ে
জীবনটাকে আমি এঁকেছি,
সপ্নীল এক জীবন চিত্র
কতো মালা দিয়ে বেঁধেছি।।
কোটি কোটি বিশ্বাস নিয়ে
বেচে আছে জীবনের নিশ্বাস,
শিক্ষা যতো মালায় বেঁধেছি
যেনো নতুন জীবনের অবকাশ।।
পবিত্র ঐ ফুলের মতো
হাজারো শিক্ষা তুলে নিয়ে,
চরিত্রটা গঠন করছি
ঐ ফুলের মালা দিয়ে।।
খন্ড খন্ড কিছু ভাবনা নিয়ে
গেঁথে নিয়েছি আমি মালা,
কতো রঙের সপ্ন এঁকেছি
চন্দ্রবিহীন ঐ রাত্রি বেলা।।
পাদুকা দুটি স্থির করিনি
মনের দরজা খোলামেলা,
খুলে দিয়েছি ছিলো যতো
গোপন অগোপনের যতো তালা।।
যতো জ্বালাময় চিন্তা আমার
হয় কতই যে অবহেলা,
জীবনরেখা এখনো আঁকিনি
হয়নিতো সেই যে মালা।।
কখনো ভাবিনি চিন্তাঘরে
তাই বুঝি এতো জ্বালা,
মনের বৃক্ষে ফুঠেনি ফুল
তাই ভুল দিয়ে গাঁথি মালা।।
কতো আনাগোনা মনেতে আমার
অজানা সেই ভাবনার ধোলা,
বুঝিনা এখনো কীভাবে আমি
গাঁথবো যে এই মালা।।