ছুটে চলা এই জীবন পথে
অনায়াসে জুড়ে বসে কতো যতি,
তারপরেও থেমে নেই এ জীবন
অবশেষে সেই এক দাঁড়ি ক্ষেতী ।
চেয়েছিলুম আছে যতো অত্যাচার জুলুম
আর আদর যত্ন মায়া মমতা সম্প্রীতি,
এতো ছলনা প্রীতি যতিময় জীবনে
থামিয়ে দেয় যতি সব ঐ গতি।।
শতো ভাবনা পথে থেমে যায়
মাঝে মাঝে ঐ শতো নীতি,
কমা,সেমিকোলন,দাঁড়ি,কতো পড়ে
না থেমে চলেছি যতো কৃর্তী ।।
উপন্যাস,গল্প,কবিতা,ছড়ার মতো
আমার জীবনের প্রতিটি লাইনেই যতি, (বিরাম)
মাঝে মাঝে যেনো এমন হয়
হারিয়ে ফেলি নিজের কতো রীতি।।