ঐ আকাশের মেঘের সারিত কোনায়
তুলার মতো ভাসমান যতো ভাবনায়,
আমি খুব শান্ত হয়ে একা বসে নিরবে
মনের সব দরজা মেলে আমি এখনো খুজি তোমায়।।
হঠাত যেনো হারিয়ে গেলে ঐ নীলাভাসে
হৃদয়ে আমার জোয়ার উঠে অস্রু জলে,
মাঝে মাঝে ভেসে আসে ঐ মেঘের সাজে
এখনো খুজি ঐ পাহাড় কোনায় বাস্তব ভুলে।।
নীল নীল সব স্বপ্ন গুলো উড়ে বাতাসে
ইচ্ছে যতো আছে হৃদে কাঁদে হতাশে,
আমি এখনো খুজি সেতা,ঐ গগন দুরে
হারিয়ে পাখির বেসে অদৃশ্যের পালক ঠেসে।।
একা একা স্বপ্ন বুনি নীল নীল ভাবনাগ্রস্ত মনে
তবু কেনো ভেঙে পড়ে ঐ হাজার ভিড়ে,
কেনো এতো ছলনা মেঘের মতো ভিন্ন সাজে
আমি এখনো খুজি মনের সেই আকাশ নীড়ে।।
আমার মনের রঙিন সব ভাবনার মাঝপথে
মাঝে মাঝে দুঃখের শতো নদী বয়ে যায়,
তবু রয়েছি তিরে দাড়িয়ে কিছু কিছু আশায়
সত্যি করে বলছি আমি এখনোও খুজি তোমায়।
(( নীল ভাবনা থেকে নেওয়া কিছু অংশ।
সোহাইল পারভেজ))