তোমায় নিয়ে আজকে আমি
স্বপ্ন দেখেছি
কল্পনার জগতে কত যে
ছবি এঁকেছি।

স্বপ্নে তোমার হাসির তালে
উতলা হয়েছি
দিব্যি তোমার প্রেমের আনন্দে
মেতে উঠেছি।

স্বপ্নে তোমার হাতে রেখে হাত
বহুদূর হেঁটেছি
একগুচ্ছ ফুল ছিঁড়ে তোমার
খোঁপায় বেঁধেছি।

স্বপ্নে তোমার চোখের মায়ায়
হারিয়ে গিয়েছি
তোমার প্রেমের স্পর্শে পথটি
খুঁজে পেয়েছি।

স্বপ্নে তোমায় নিয়ে বৃষ্টির
জলে ভিজেছি
বারবার তাই অজান্তে তোমার
প্রেমে মজেছি।

স্বপ্নে তোমার প্রেমেতে চর্যার
কবি হয়েছি
প্রাচীন বাংলার রাজধানীতে তাই
আসর পেতেছি।

স্বপ্নে তোমায় আলতো করে
বুকেতে জড়িয়েছি
উষ্ণ আলিঙ্গনে তোমার ঐ
ওষ্ঠ ছুঁয়েছি।

স্বপ্নে তোমার প্রেমের তরে
নিজেকে সঁপেছি
তোমার রূপের যাদুতে আমি
বারবার মরেছি।