তোমাকে বশ করতে আমি
শিখেছি জাদু মন্ত্র
ভয় করিনা কোনো কিছু
জাদুই আমার যন্ত্র।
তুমি নাকি খুব রূপবতী
লোকে সেটাই বলে
তাইতো ভেবেছি তোমায় বশ
করব মন্ত্রের ছলে।
পাখিরাও গায় তোমার গুণগান
তুমি যে মায়াবী নারী
ভালোবাসা চাই তোমার এখন
এটাই আমার আড়ি।
তুমিও যাওনা কম কিছুতে
ধরেছো দক্ষ ওঝা
হুমকি দিয়েছো সুযোগ পেলেই
করবে আমায় সোজা।
ছু মন্ত্র ছু বলে জাদু
করেছি তোমার নামে
তোমার ভয়ে শিহরিত হয়ে
অযথা দেহ ঘামে।
মুগ্ধ আমি তোমার প্রেমেতে
হয়েছি দিক ভ্রান্ত
তোমার রূপেতে কুপোকাত হলো
আমার মন্ত্র তন্ত্র।