এলো এলো রমজান
দূর হলো মন্দ
রমজান মাসে সব
অশ্লীলতা বন্ধ।

দুপুরের পোলাও আর
খিচুড়ির গন্ধ
চারিদিকে সবই আছে
তবু চোখ অন্ধ।

রমজানের রোজা আর
তারাবির পাল্লায়
ধার্মিক হয়ে গেছি
যেতে হবে চেল্লায়।

সারাদিনের রোজা শেষে
খাই যখন ইফতার
প্রাণটাকে ফিরে পেয়ে
শুকরিয়া করি তাঁর।