দৃষ্টিহীন মানুষ আমি
দৃষ্টি ফিরে চাইনা
এই পৃথিবীর রূপের জাদু
দেখতে আমি পাইনা।
কি হতো আর দৃষ্টি পেয়ে
পৃথিবী আজ হীন প্রাণ
ধ্বংসযজ্ঞের লীলাভূমি
করছে সব চক্ষুষ্মান।
হিংস্র দানব ঘৃণ্য জন্তুর
উচ্ছৃঙ্খল আবির্ভাব
এই পৃথিবীর ইন্দ্রজালে
প্রাপ্য শুধুই অসীম পাপ।
নেই অভিযোগ নেই আফসোস
নেই আকুতি অভিমান
এই পৃথিবীর আলো বাতাস
শ্রবণই আমার শ্রেষ্ঠ প্রাণ।
অন্ধ এখন তাঁরাই বটে
দৃষ্টি শুধুই ভ্রান্তজাল
স্বর্গভূমির ধাত্রী মোদের
হারিয়েছে তার রূপের কাল।