এতো টাকা কোথায় পেলে
এতো নোটের ছড়াছড়ি!
কে দিয়েছে ব্যাগটি ভরে
কোন সে রাজার বাড়াবাড়ি?

কে দিয়েছে নতুন পোশাক
কোন সে তাঁতীর এই কারুকাজ?
কাদের দেশের বস্ত্র এটা
কাদের এমন রঙিন সাজ?

কে এনেছে রোল্যাক্স ঘড়ি
সোনালি রঙের ঝকঝকানি
কোন সে দেশের পণ্য এটা
কাদের এমন মন রাঙানি?

তোমার এমন ভাবটি দেখে
মন যে হলো উড়উড়ানি
উড়ে গেলাম, সুরে পেলাম
তোমার কথার গড়গড়ানি।

(পল্লীকবি জসীমউদ্দীনের "এতো হাসি কোথায় পেলে" অনুকরণে)