আমি বলছি না আমার চাকরি পেতেই হবে,
আমি চাই আমার কয়েকটা কোটা থাকুক,
অন্তত ভাইভা বোর্ড পর্যন্ত যাওয়ার জন্য হলেও।
ফাইল হাতে নিয়ে আর ব্যাংক ড্রাফট করতে করতে
আমার জুতো জোড়া আজ ক্ষয় হয়ে গেছে।
আমি বলছি না আমার চাকরি পেতেই হবে,
আমি চাই কেউ একজন আমার কোটা যাচাই করুক,
আমি বলছি না অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কেউ অপেক্ষা করুক,
এই কোটার যুগ, সরকারকে মুক্তি দিয়েছে ছাত্র দায়বদ্ধতার দায় থেকে।
আমি চাই কেউ আমাকে জিজ্ঞেস করুক
তুমি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় ঢুকবে কি?
নারী কোটায় ঢুকবে কি?
নাকি প্রতিবন্ধী কোটায় ঢুকবে?
কোটার সার্টিফিকেট, নেতাদের সুপারিশ আমি নিজেই জোগাড় করতে পারবো,
আমি বলছি না আমার চাকরি পেতেই হবে।
কোন অফিসার আমায় ভাইভা বোর্ডে ডাকুক,
জয়েনিং লেটার এ সই করুক আর না করুক
অন্তত জিজ্ঞেস করুক, তোমার এত কোটা কেন?
----------- ----------- ----------
মূল কবিতা:তোমার চোখ এত লাল কেন?
(কবি):#নিমুলেন্দু গুণ।
নিজের নামে কেউ কপি করবেন না।।কবিতাটি কবিসত্ত্ব বলে কিছু আছে।