আকাশ ভরা মেঘ
ছাদে আমাদের শুকনো কাপড়
মরার মতো তুমি আর আমি ঘুমাইতেছি
জানলা হয়ে বাতাস আসে
ধাক্কা খায় ক্যালেন্ডারে
আকাশ ভরা অন্ধকার
মাগরিবের আজান
আল্লাহ্ আকবার
তুমি আর আমি ঘুমাইতেছি
ধূপের গন্ধ জানলা হয়ে আসে
চলে যায়
দুইটা পাখি বসে থাকে পানির ট্যাঙ্কিতে
বৃষ্টি বাতাস
জলের ধাক্কা লাগে জানলাতে
পাখি ভেজে
কাপড় ভেজে
তুমি আর আমি মরার মতো ঘুমাইতে থাকি।