বেঁচে থাকা ভালো।পাখির কিচির মিচির।আঙ্গিনাভরা সকালের রোদ।জানালার ফাঁক দিয়ে বৃষ্টি বাতাস।মেসেঞ্জারের টুং টাং।বেঁচে থাকা ভালো।শীতের সস্তা সবজি।এলোমেলো সর্দি কাশি।।জেগে জেগে রাত পাহারা।মেসেঞ্জারের টুং টাং।বেঁচে থাকা ভালো।গলা ছেড়ে গান।চিরকুট আর কালো টিপ।বাংলাদেশের ম্যাচ হারা।সন্ধ্যার টিউশনি।মেসেঞ্জারের  টুং টাং।বেঁচে থাকা ভালো।