পাহাড়ে আমার একটা জীবন হইতে পারতো
খাবারের জন্যে চাষ বাদে থাকতো না কোনো কাজ
পাহাড়ি বউ
যার থাকতো না আয়না
আর লাগতো না কালো টিপ
তিব্বত পাউডার অথবা ফেয়ার অ্যান্ড লাভলি
কলসি ভরা জল
মুখ ধুয়ে এসে গাল এগিয়ে দিতো আমার ঠোঁটের বারান্দায়

পাহাড়ে আমার একটা জীবন হতে পারতো
আমার অনেকগুলো বাচ্চা অনেক দূর হেটে স্কুল যেতো
সন্ধ্যায় গোল হয়ে পড়তে বসতো
আজান শোনা যাইতো না
ঘড়ি থাকতো না কোনো
রান্না শেষ মানে ঘুমানোর সময় আসন্ন

পাহাড়ে থেকে থেকে আমার মনে হতো
চোখ শুধু আকাশ দেখার
চোখ শুধু উঁচুতে রাখার
প্রকৃতি দেখা ছাড়া চোখের কোনো চাহিদা নাই