এই দুপুর।যোহর আজান।ঠাণ্ডা গরম মাঝামাঝি।পাখির কিচিরমিচির।খিদে খিদে ভাব।ইউক্রেন বাইডেন আর রাশিয়া।কারেন্ট নাই।অ্যাবস্ট্রাক অ্যালজেবরা।সন্ধ্যার টিউশনি।পঞ্চাশ টাকার মোটা চাল।চোখ বন্ধ করে শুয়ে থাকা।হাসি হতাশা।জিনিসপত্রের দামের তামশা।শান্তি অশান্তি।প্রেমিকার মাতাল কণ্ঠ।এই দুপুর।খিদে খিদে ঘুম।পাখির কিচিরমিচির।